আবার যদি হয় দেখা
চিনতে পারবে কি মোরে ;
সেই কবে অনেকদিনের আগে
যবে হৃদয়ে প্রথম কুসুম জাগে,
ধরণীর সব যখন বড় ভালো লাগে
একা মনে হৃদয় কারে যেন মাগে।
সেই কতদিনের গোপন সুখের কথা
কোমল মনের নিরব মধুর ব্যথা;
জীবনের কতদিন গেলো চলে
কেউতো এসে যায়না কিছু বলে ,
সেই পুরানো সুখের দিনের কথা ;
আজও ভেবে লাগে একা একা।
৬১

মন্তব্য করতে ক্লিক করুন