আমায় ভালোবেসো না রেখোনা মনে
স্মৃতির মালা হতে মুছে দিয়ো চিরতরে ,
হোকনা যতই ব্যাথা ভেবে প্রানমনে
রেখোনা হৃদয় মোরে সুমধুর কুসুম বনে।
তোমার মনের মতো হতো পারবোনা
মিটবেনা মনের সাধ তোমার আমায় নিয়ে
এই তনুদেহে সেই সুদিন আসবেনা জীবনে।
এ শুধু আমার ব্যর্থতা নয়
এ আমার মনের পরাজয়,
অজুহাত দিতে চাই না,
জীবনে যা কিছু চাওয়া-
সবতো যায় না পাওয়া –
পারবোনা হতে অকপটে বলছি তোমায়
যা চেয়েছে তোমার সকরুণ হৃদয়।
যদি আমায় দেখে ভুল করে ভালো লাগে
যদি আমায় ভুল করে কখনো মনে জাগে,
যদি আমি তোমায় কখনো আবেগের ছোয়া দিয়ে থাকি
ভুলে যেয়ো ভেবে মোরে পথের কোনো অজানা পাখি।
যদি কখনো আসে মনে,
শয়নে স্বপনে জাগরণে,
আমার স্মরে ভুল করে আঁখি জলে ভেসোনা।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন