Amarendra sen

কবিতা - আমি অপরিবর্তনীয়

লেখক: Amarendra sen

এসেছিলো যারা ধরনীর নীড়ে
একে একে তারা গেছে ফিরে
আছে যারা আশা লতা দোলে
হয়তো কাল যাবে ফিরে চলে।
মিছে ভাবনা, যে যায় যাক ফিরে
রয়ে যাবো আমি এই সুখের নীড়ে ,
রেখেছি ভেবে সব কল্পনাতে
কি করে কাটবে জীবন আগামীতে।
রবেনা আজকের সোনালী দিন
যা কিছু লাগে ভালো নতুন নবীন
হোকনা সুন্দর সবকিছু আজকের চোখে
দিতে হবে বিদায় ব্যাথা আর শোকে।
যারে নিয়ে চলি যারে নিয়ে বলি
যার সাথে আমার নিবিড় সুখ দুঃখ হাসি
প্রিয়তমর চেয়ে প্রিয় যে অনেক বেশি
এই আমার দেহ যাকে এতো ভালোবাসি,
শুধু মন নিয়ে একদিন যেতে হবে চলে ;
নিষ্প্রাণ ছবি হয়তো ঝুলবে কিছুদিন
ভালোবেসে রাখা ঘরের দেওয়ালে,
তারপর সব যাবে চলে বিস্মৃতির তলে।
চোখের পরে যা কিছু দেখি
প্রতিক্ষনে বদলে যায় নিরন্তর
শুধু রয়ে যাবো আমি মনের আয়নায়
অপরিবর্তনীয় চির যুগ যুগান্তর।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৩৩ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন

প্রকাশিত মন্তব্য গুলো

  1. মৃত্যুর জন্যই মানুষের জন্ম। মৃত্যুর পরও মানুষ বেঁচে রয়।
    খুব সুন্দর উপস্থাপন। শুভেচ্ছা কবিকে

মন্তব্য করতে এখানে ক্লিক করুন