মা তুই চিন্ময়ী চির আনন্দময়ী
তবু আমার কেনো দুঃখ ঘোচেনা ।
মা তোর সন্তান হয়ে কেন দুঃখ পাই
আজীবন পূজিয়া চরণ কেন সুখ নাই ,
কোন ভুলে পাই এতো জীবন যন্ত্রনা
কেন তোর সুখামৃতের পরশ পেলামনা।
আর ভয় পাবো না মা যতই দেখা না
রক্ত জিহ্ববা এলোকেশী কালো চুল ,
আর ভয়ে হবে না কোনো ভুল ;
মন্ত্র সাধিয়া কুল কুণ্ডলিনী ভেদিয়া
এবার ঘুচাবো যত আছে কলুষ মূল ,
রয়েছি মজিয়া লয়ে মোর বংশ কুল।
তবুও যদি গলেনা পাষান
ওগো মুন্ডমালি ঘুচাবো তোর মান,
কেমন করে বোলো মা বল –
জীবনটা যে হয়ে গেলো শ্মশান ;
চাস কি তুই নিজের হাতে মাথা কেটে
চরণে তোর করে দেই আত্ম বলিদান।

১৯
আবৃত্তি করেছেন:
অ ম রে ন্দ্র সেন
মন্তব্য করতে ক্লিক করুন