ছিল তার চামারের পেশা সমাজের ত্রাণ করার নেশা ,
যে কাজ সবাই প্রত্যাখ্যান করে প্রবল ঘৃণা ভরে-
ভীষণ জীবাণু দুর্গন্ধ উপেক্ষা করে অবহেলায় ,
মৃত পশুর নিষ্কৃতি করে নিয়ে সমাজের দায়
দিয়েছে চামড়ার পাদুকার সুন্দর উপহার
মুনাফা নয় শুধু মিটাতে পেটের আহার।
জানিনা কেন চামার কথাটিতে –
আছে সীমাহীন উপেখ্যা ঘৃণা কটাক্ষ ,
হয়তো স্পর্শরোগের ভয়ে ছিল দূরত্ব অস্পৃশ্যতার ।
ব্যবসার নামে মুনাফার লোভে যারা জীবন্ত মানুষের
জীবন করে দুর্বিষহ-
সুযোগে কারে মানুষের মুখের গ্রাস,
দুর্যোগে মানুষের কাছে হয় তারা কলির কুবেরের ত্রাস ,
সুযোগ সন্ধানী পণ্যের বাজার লাগিয়ে দেয় আগুন
মুনাফার মাত্রা আনতে শতগুন ;
ব্যবসা মানেই সুযোগের অপেক্ষায় মুনাফার নয়
ব্যবসা সমাজের সেবা –
নিজে বাঁচো বাঁচিয়ে রাখো দিয়ে পণ্যের সেবা ,
ব্যবসার অর্থ বিপদে সমাজের ত্রাণ মুল-বি-অব-সায়
হ্যাট কোট টাই পরে কর্পোরেয়টের বুলি আউড়ে-
যারা দিয়েছে আধুনিক জুতোর পসার,
বৃত্তি হারিয়ে মজুর হয়েছে পেশা ছিল যার চামড়ার,
দিনের আলোয় যারা পয়সার লোভে তুলে নেয়-
সমাজের মানুষের চামড়া-গুছিয়ে পণ্যের বাজার
তাদের কি বলবে মানুষ-নাকি আসল চামার ?

৩৫
মন্তব্য করতে ক্লিক করুন