Amarendra sen

কবিতা - ভুলে গেলাম আজকের পরমাদ

Amarendra sen

রাত্রে কখন ঘুমিয়ে গেছি
ঠিক মনেই আসে না ,
ঘুম ভেঙে গেলো ভোরে
উঠতে হবে এখন শয্যা ছেড়ে ,
কত কাজ মাথায় আছে
সব করতে হবে এক এক করে-
কেটে গেলো শান্ত সকাল,
গড়িয়ে গেলো ব্যস্ত দুপুর ;
বিকেলে একটু স্বস্তি নিতে
ঘুরে এলাম পদ্ম পুকুর ;
তারপর আরো কিছু ব্যস্ততা
আরো কিছু করেছিলাম,
জানিনা কখন সূর্য ডুবে গেলো-
নীল আকাশে এসেছে সুন্দর চাদ,
দিনের শেষ এলো আবার রাত-
ঘুমানোর সময় এসে গেলো ;
শুধু ভুলে গেলাম আজকের সব পরমাদ ;

পরে পড়বো
৮৮
আবৃত্তি করেছেন: অ ম রে ন্দ্র সেন
মন্তব্য করতে ক্লিক করুন