প্রাণের ডাকে এসেছিলাম হেথায় আমি
শুধু তোমায় দেখে
শুনব ভেবে সকল কথা মনের মাঝে
দিয়েছো তুমি রেখে।
দেখা হলো তোমার সাথে তবু কোনো
আজ কথা হলোনা ;
মনের কথা সব মনের মাঝেই রয়ে গেল
কিছুই তুমি শুধালেনা ।
রেখে গেলাম তোমার পাশে মনেরে আমার
যখন ফুটবে ফুল ,
মধুর গন্ধ যদি ভেসে আসে সন্ধ্যার বাতাসে
যদি হয় হৃদয় ব্যাকুল ,
তখন আমায় ডেকে নিয়ো কখনবা পাশে-
করবেনা আর সেই ভুল,
তখন সকল ভুলে বলবে মনের কথা খুলে
দ্বিধা যতই করুক ব্যাকুল।
৮৭
আবৃত্তি করেছেন:
অ ম রে ন্দ্র সেন

মন্তব্য করতে ক্লিক করুন