Amarendra sen

কবিতা - এসেছিলেম শুনতে মনের কথা

Amarendra sen

প্রাণের ডাকে এসেছিলাম হেথায় আমি
শুধু তোমায় দেখে
শুনব ভেবে সকল কথা মনের মাঝে
দিয়েছো তুমি রেখে।
দেখা হলো তোমার সাথে তবু কোনো
আজ কথা হলোনা ;
মনের কথা সব মনের মাঝেই রয়ে গেল
কিছুই তুমি শুধালেনা ।
রেখে গেলাম তোমার পাশে মনেরে আমার
যখন ফুটবে ফুল ,
মধুর গন্ধ যদি ভেসে আসে সন্ধ্যার বাতাসে
যদি হয় হৃদয় ব্যাকুল ,
তখন আমায় ডেকে নিয়ো কখনবা পাশে-
করবেনা আর সেই ভুল,
তখন সকল ভুলে বলবে মনের কথা খুলে
দ্বিধা যতই করুক ব্যাকুল।

পরে পড়বো
৮৭
আবৃত্তি করেছেন: অ ম রে ন্দ্র সেন
মন্তব্য করতে ক্লিক করুন