সে এসেছিলো আলোর ভেলায়
ঘুমের ঘোরে সেই রাতের বেলায়।
কত গান কত হাসি
কত যে মধুর বাঁশি
মনের বনে বেজেছিল সপ্ত কোণে
আনন্দ ঘনিয়েছিল মনের মেলায়।
ভোরের ঊষা উঠলো যবে
পাখির গানের কলো রবে
আবার কোথায় হারিয়ে গেলো
নীল আকাশের চাঁদের ভেলায়।
১২৩

মন্তব্য করতে ক্লিক করুন