লিখিয়া যদি কবিতা সবে
হইত মহাকবি ;
ভেক ধরেই হত গোঁসাই
জুব্বা পরিয়া নবী ;
রাত্রি বেলা চাঁদ দেখা যায়
দিনের বেলা রবি ;
গুণী জন যায় রেখে চিহ্ন
কর্মের দ্বারা সবি।
কহে প্রভাতে অখ্যাত কবি
গুণীজনের কথা
সময় হলে জীবন কালে
(পড়িও) মহাপুরুষ গাঁথা।
মন্দাক্রান্তা ছন্দ {৫+৫+৭)* ৪}
মোট অক্ষর =৭৮
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন