কুসুমের মতো নিষ্পাপ
করে রাখিও মোরে,
জীবন পথে যেন পারি
দেখিয়া হাসিতে সবারে।
হৃদয়ে ভরিয়া থাকুক মোর
সুবাসের মতো মধুর,
অফুরন্ত অনাবিল প্রেম-
কাছে হোক কিবা দূর,
প্রিয় কিবা অপ্রিয় সবাকারে
ছুঁয়ে যাক প্রতিক্ষণ ,
ঝরিয়া গেলেও কুসুমের মতো
সুবাসিত হোক জীবন।

২৬
মন্তব্য করতে ক্লিক করুন