Amarendra sen

কবিতা - হৃদয় যা’ চায়

Amarendra sen

আমি ভালোবাসিনি তোমায়
শুধু আমার দুই নয়নে দেখে।
হৃদয় যা’চায় সেই আলোর আভায়
চিনেছি তোমায় হৃদয়ে হৃদয় রেখে।
বোঝাতে পারিনা যা’কথায়
নয়নে যা দেখানো না যায় ,
অনুভবে যারে বোঝা যায়
অনুরাগে নয়নে নয়ন রেখে।
যারে এই হৃদয় বোঝে
নয়ন শুধু তারেই খোঁজে
যদি দেখা হয় মন খুশি হয়
খুশির আলোর জ্যোৎস্না মেখে।
————-

দেখেনি তাহারে আঁখির’পরে
তবুও সেজেনো হৃদয় হরে।
জানিনা কখন সে কাছে এসেছিলো
জ্যোৎনা রাতে মধুর হাসি হেসেছিলো
হৃদয় তারে কাঁদিয়া মাগে
মনের মাঝে আপন লাগে।
তাহারে সদাই হৃদয় মাগে
এমন বেদনা হয়নি আগে
আঁখির জলের উষ্ণ পরশ
দুঃখের মাঝেও মধুর লাগে।
—————–
কোন সে স্বপন পারে
যেন দেখে এলাম তারে।
কোন সে চাঁদের হাট
কোন তেপান্তরের মাঠ
দেখে এলেম স্বপ্নে তারে
সপ্ত সিন্ধু সাগর পারে ।
সোনার বরণ সোনার গড়ন
যেন চাঁদের কিরণ মাখা
পরীর মতোই লাগতো তারে
যদি থাকতো পিঠে পাখা ।
আমার স্বপ্ন যদি সত্যি হয়
রাখবো তারে সোনার দোলায়
চাঁদের কিরণ আসবে ঘরে
জ্যোৎস্না রাতে খুঁজতে তারে।
—————
কত ভালোবাসো তুমি মোরে
ওগো প্রিয় সুন্দর ফুল।
না চাহিলেও পাঠাও তুমি
বাতাস ভরিয়া মধুর সুবাস
সুখের বার্তা প্রেমের সুহাস
হয়না কখনো তোমার ভুল।
নিশি রাতে চাঁদের সাথে
হাস তুমি জ্যোৎস্না রাতে
ঊষার আলো লাগে আরো ভালো
ফোটয় যদি শাঁখে ভোরের মুকুল ।
তোমায় আমি ভালোবাসি
তোমার তরেই সুখে হাসি
সকল ভালোবাসা তোমায় তরে
উঠায় ফুটে হৃদয়ের মুল।
——————–
(5)
কে বলে ভালোবেসে সুখ নাই
ভালোবাসা শুধু দুখের ঠাঁই।
আশা নিয়ে ভালোবাসা
মেটায়না কাহারো আশা
ভালোবাসা নয়কো পাবার আশা
ভালো দিয়ে শুধু ভালোবাসো সদাই ।
যারে ভালোবাসি তার ভালোতেই হাসি
উঠুক ভরে জীবন জুড়ে সুখের বাঁশি
ভালবাসা পুরে দিক তার সকল আশা
দেহমনে বাজুক সদা সুখের সানাই।
————————-
(6)
ক্ষনিকের আশা ভালোবাসা এ ধরায়
ক্ষনিকের তরে তবুও ব্যাকুল করে
বেদনায় কেঁদে ওঠে আকুল হৃদয়।
ক্ষনিকের তরেই কি ভালোবাসি
ক্ষনিকের তরেই কি আনন্দে হাসি
ধরণী পরে হৃদয় ব্যাকুল করে
ক্ষনিকের জীবনে অশেষ আশায়।
ক্ষনিকের তরে অম্লান আশার ভরে
বাঁচিতে চাই চিরতরে এই ভূধরে ,
আকুল হিয়া প্রেমডোরে বাঁধিয়া
সবারে লইয়া চিরতরে বাঁচিতে চায়।
_—————————
(৭)
তুমি কি ভুলে গেছো মোরে
কত দিন দেখি নাই তবু
আজও বারে বারে মনে পরে।
সেই হাসি সেই ফুলবন
সেই চাওয়া সেই দু নয়ন
এতো নিশি এতো দিন পরে
আজো মন ভুলতে না পারে ।
যেমন বাঁশি বাজলে দূরে
কানে আসে মৃদু মৃদু সুরে,
সেই সুর আরো লাগে মধুর-
মন চায় শুনিতে বারে বারে;
তেমনি স্মৃতি যত রয় দূরে
আকুল হৃদয় চায় ফিরে ফিরে
তোমার দূরের স্মৃতি হবেনা বিস্মৃতি
আসে ফিরে বারে বারে হৃদয়ের নীড়ে।

১২৪
মন্তব্য করতে ক্লিক করুন