Amarendra sen

কবিতা - কোন ফুল পায় গঙ্গাজল

Amarendra sen

সুন্দরী ফুলের মতই তুমি মোহিনী মোহন –
চাঁদের মতোই তোমার অসীম আকর্ষণ ,
মুগ্ধ নর উপেক্ষিয়া জীব জড়
তোমাতে হারাতে চায় যদি খুজে পায় –
প্রেমের ইশারা- ক্ষুদ্র আলিঙ্গন।
মহিনী চোখে আনন্দের প্রেম জ্যোৎস্না
ভরা যৌৱন কুসুমিত বুকে ,
চির অনাস্বাদিত অসীম আকৰ্ষণ
আনে অনিবার্য প্লাবন পুরুষের বুকে।
কিন্তু পুরুষের বুক আর উঠেনা জ্বলে
যৌবনজ্যোৎস্না ডুবে দীপ ম্লান হলে ,
তোমার রূপ জ্বেলেছিলো একদিন
যেই প্রেমে উৎসববহ্নি অনলে।
যৌৱন শেষে যবে তোমার অন্ধকার রাতি
নিভে যায় রূপের অগ্নি বাতি,
তোমার মোহনী ঘুরে নব রূপসীর চোখ রাঙায়-
ভরা যৌবনে সুখের ঝিলিক ভাতি।
আর তোমার হারানো যৌৱন যেন অসীম ভার-
আলোর রোশনাই মাঝে করে হাহাকার।
* * * *
যেই ফুল দেওয়া হয় পূজার থালে
যেই ফুল দেওয়া হয় ভালবেসে গলে
দিন শেষে সেই ফুল শুকিয়ে গেলে
কেউ ফেলেনা গন্ধস্তুপে-দলে না পদ তলে
স্নেহ ভালোবাসা দিয়ে নেয় হাতে তুলে
পরম যত্নে ভাষায় গঙ্গার জলে।

পরে পড়বো
৪০
মন্তব্য করতে ক্লিক করুন