আপন পর হয়ে যায়
চাওয়া পাওয়ার দোলায়,
প্রিয়জন ভালোবাসা পেলেও
কাছে থেকে দূরে সরে যায় ;
আবার শুধু চাওয়া পাওয়া
ভালোবাসার দোদুল্যতাই নয়,
মনের বৃত্তি ফিনকি মেরে
পশুর মতো জীবনকে তাড়ায়।
যদি পারো বাসতে ভাল
আপন হবে সকল পর
নিজের বাসটি শুধু নয়
দুনিয়াই হবে নিজের ঘর।
ভালো চেয়ে ভালোবেসে
নিজের সুখ কখনো চেওনা
সবার সুখে সুখী হওয়াই
জীবন সুখের মুল দ্যোতনা।
এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ২১১ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন