প্রেয়সী আমার হৃদয় সৃজন কবিতা
থাকো সদা সুখের স্মরণে
দুঃখেও কখনো তুমি হওনা বিলম্বিতা।
চির চঞ্চল চির উৎছল ওগো
চির নবীন হৃদয়ে চিরাচম্বিতা।
চিরামলিন পারিজাত তুমি স্বর্গজাতা
অপরূপ হৃদয়ে অচেনা অবগুণ্ঠিতা।
জীবনে তুমি চির অভিলাসিতা
ক্ষনে ক্ষনে নব নবীনে রূপান্বিতা ,
জগতে তুমি চির অনপেক্ষিতা
অপরূপা অরূপ রুপসী চির ঈপ্সিতা।
06/04/24
এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৫৫ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন