Amarendra sen

কবিতা - কোনো দুঃখ নাই আজি

লেখক: Amarendra sen

মানব জীবন কোথায় কখন
থেমে যায় চির তরে
জানিনা কেহ যেমন পর্ণ গেহ
ভেঙে যায় নিমেষের ঝরে।
জীবন যেন ক্ষনিকের ক্ষণ
তাই শুধু ভাবি বসে মনে
যে সময়ে একবার চলে যায়
কখনো আসেনা ফিরে এই ভুবনে।
অমূল্য সময় বৃথা বয়ে যায়
কিযে করি কিসের আশায়
সঠিক সংকল্পহীন লক্ষ্য বিহীন
বর্তমানের নিঃশঙ্ক ভাবনায়।
হোক প্রতিক্ষণ আমাদের জীবন
সুউন্নতি সুবর্ধনের প্রয়াস
দৃঢ় করি অস্তিত্বরে মর্ত খুঁজিয়া ফিরে
করি পূর্ণ অমৃতের আশ।
জীবনের সেই মহাক্ষনে মনেপ্রাণে
থাকে যেন সুখ আনন্দরাজি
ভাবি যেন মনে সফল হয়েছি জীবনে
কোনো দুঃখ নাই আজি।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ২৬৫ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন