Amarendra sen

কবিতা - মাটির শান্ত কবরে

লেখক: Amarendra sen

জীবন পথে চলছি হেটে সবাই অবিরাম
সেই কবে হয়েছিল শুরু নেই তার বিরাম।
ভাবার সময় নেই কারো চলি শুধু অন্তহীন
জানিনা কে বলে যায় আগামীতে আছে সুদিন।
জানা অজানা চড়াই উৎরাই পেরিয়ে সবাই
চলছি এগিয়ে পথ শুধু ভাবার সময় নাই ,
কোথায় চলছি স্বর্গের কোন সুখমন্দিরে পৌছাবো শেষে
কারো জানা নেই শুধু চলছি নিরন্তর চলন্তস্রোতে ভেসে।
চলতে চলতে শেষে চকিতে থেমে যায় পথ
কষ্ট কুটিল আর সহজ সরল যেমনিবা হোক
হঠাৎ পায়ের তলায় খাদ এসে যায়
থাকে না যা কোনো খবরে
থেমে যায় চলা জীবনে ভাববার বেলা
প্রথম আসে মাটির শান্ত কবরে।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ২৫৯ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন