আনমনে মোর মনের মোহের বসে
তোমায় খুঁজি ঘরে ,
সেথা দেখতে না পেয়ে মাগো আমার
মনটা কেমন করে।
কোথায় গেলে চলে বলনা মাগো তুমি
আমায় ছেড়ে একা ,
এবার কোথায় গেলো পাবো তোমার
এই ভুবনে দেখা।
আমি এখন যতই বড়ো হইনা দেহে
শিশু তোমার কাছে ,
মায়ের কাছে কখন ছেলের কি আর
বড়ো হবার আছে ?
তুমি আমায় শুধু নিয়ে ছিলে ডেকে
মায়ের মমতা নিয়ে,
প্রতিটি শিরায় দিয়েছিলে বাঁচার শক্তি
অপার স্নেহ দিয়ে ,
তারই বলেইতো হয়েছি বড়ো আজ
ছোট্ট শিশু হতে ,
তুমি হঠাৎ কোথায় হারিয়ে গেলে
কোন আঁধার স্রোতে।
বাড়ে বাড়ে তোমার কথাই মনে পরে
খুঁজি তোমার ঘরে ,
পড়েছে মনে আবার হয়ত এসেছো ফিরে
অনেক দিনের পরে।
যখন তুমি ছিলে বুঝিনি কভু মাগো
দুঃখ কারে বলে ,
সব কিছুইতো তোমায় দিতেম শুধু
আদর পাবার ছলে;
তোমায় হারিয়ে মাগো শিখেছি বুঝতে
সুখ কারে বলে ,
মায়ের মমতা বোঝা যায় তখনি শুধু
মাতৃহারা হলে।
যেথায় তুমি চলে গেছো একা
সেথায় যেতে চাই,
তোমার কাছে থাকবো সেথায়
কোনো কষ্ট নাই,
মাগো সেথায় থাকে দিনে রাতে
শুধু চাঁদের আলো,
মায়ের কোলে স্নেহের দোলে
লাগবে অনেক ভালো;
চারিদিকে ঘুরে বেড়ায় সেথায়
দেবদূতেরা শুধু ,
সোনার চামচে সোনার বাটিতে
শিশুরা খায় দুদু।
মা কোথাও আর সেখানে থেকে
যাবেনা তুমি দূরে ,
আমার সাথেই থাকবে কেবল
চির জীবন জুড়ে।

পরে পড়বো
১২৭
মন্তব্য করতে ক্লিক করুন