Amarendra sen

কবিতা - মিটেনা মনের ক্ষুধা

Amarendra sen

চারপাশে ফুটে ফুল
ভুলে যাই বিলকুল,
বৃথা খুঁজি বনে বনে
খুজে ফিরি ত্রিভুবনে।
কত লোক আশেপাশে
তবু খুঁজি চারিপাশে
পায়না দেখিতে হিয়া
যার লাগি খুঁজি মরিয়া।
মিটেনা মনের ক্ষুধা
খুঁজি হৃদয়ের সুধা ,
হলে মন মৌমাছি
মনে মনে মধু যাচি ,
একা সুখে হাসা যায় না
মন তারে খুঁজে পায়না।
হৃদয়েতে প্রেমের কুসুম এলে
জীবনের সুগন্ধ সদাই মেলে,
যারে দেখি তারে লাগে বড় ভালো
ভরে দেয় মন পুলকের আলো।

৫৫
মন্তব্য করতে ক্লিক করুন