Amarendra sen

কবিতা - পরজনমে যদি আসি ফিরিয়া

লেখক: Amarendra sen

পরজনমে যদি আসিগো ফিরিয়া
না চিনিলে মোরে আমি লইব চিনিয়া।
রহিবেনা এই চেনা আঁখি মোর
রহিবেনা সুখী হিয়া প্রেম রসে ভোর
দীর্ঘ পথের বিরহে বেদনা
তোমারে দেখিয়া উঠিবে আকুলিয়া।
যে আঁখি লয়েছে খুজিয়া
এই জনমে তোমারে প্রিয়া
মরণের ঘুম ভুলাবে কেমনে
লইবে খুঁজিয়া উঠিলে জাগিয়া ।
যদিবা আঁখি ভুলিতে পারে
আছে যে স্পন্দন হিয়ায় ভিতরে
থামিবেনা কভু জন্মান্তরে
পরশে তাহারি হিয়া তোমারে লইবে চিনিয়া।

৩০৭
মন্তব্য করতে ক্লিক করুন