পরম প্রিয় হে জীবন অমিয় ,
সকল মোহ ভুলাইয়া মোর-
পুন্য প্রেমের পরশ দিয়ো।
আমি শুধুই যে তোমারি
মোহপাশে বুঝিতে না পারি
সকল আমার ভুলায়ে প্রিয়
তোমার চরণে শরণ দিয়ো ।
জীবন পথেই দিয়েছ রেখে
শাশ্বতের সব শুভ ঈশারা
মূল্যহীন যত জাগতিক সুখ
তোমার পুন্য পরশ ছাড়া;
তোমার প্রেমে প্লাবন নেমে
আমার সকল হোক হারা
সকল অভিলাষে হে সৃষ্টি প্রিয়
তুমি থাকো হয়ে চির অদ্বিতীয় ।
৭১

মন্তব্য করতে ক্লিক করুন