অন্যায় করে ন্যায় চাওয়া
দুষ্টের অজুহাত
হত্যা করে ধর্মের নাম নেওয়া
ধর্মের নিপাত ;
ঘৃণা দ্বেষ হিংসা অপরের ক্ষতি
সবই দুষ্টের মতি ,
ধর্ম শেখায় ধারণ পালন সহানুভূতি
প্রেম সবার প্রতি ।
যদি ধর্ম পালনে থাকে কোনো ঘৃণা
হুমকি হত্যার ,
সেকিন্তু ধর্ম নয়কো ধর্মের নামে
পাপীর হুংক্কার ।
অন্যায়কারী যতই দিকনা হুংক্কার
নিজেই ভীত ভয়েতে
এই পৃথিবীতে ন্যায়কারীর জয় হয়
সত্যমেব জয়তে।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন