Amarendra sen

কবিতা - শুন্য বুকে বাজে বিরহের সানাই

লেখক: Amarendra sen

ভালোবেসে যারে দিয়েছি হিয়া
হয়েছি নিঃস্ব মনে প্রাণে ,
যার সাথে মোর জীবন চলা
সুখের শুরু মোর যার সনে।
যত আশা ছিল মুছে গেলো
না জানি কোন বিষম ভুল
অধরে আসি-বাজিলোনা-বাঁশি
শুকালো ফুটে প্রেমের ফুল;
হিয়া খুজে কাদিয়া কোন সে ভ্রম
আঁখিজলে যার হোলনা উপশম,
হৃদয়ের ক্ষত গভীরে কোথায়
মন কেন তারে খুজে না পায় ;
পরশুর ঘায়ে ছিন্ন যবে
পতিত বৃক্ষ কলরবে ,
হৃদয় ছিন্ন প্রেমের ঘায়ে
শব্দ হীন পরাভবে।
এবেদনা থামেনা রয়ে যায়-
আগুনে পুড়ে হলে ছাই ,
পোড়া বুকের মাঝে শুন্য হিয়া
বাজিয়ে যায় বিরহের সানাই …।

৫১
মন্তব্য করতে ক্লিক করুন