প্রভু তুমি পরম দয়াময়
মোদিত জগৎ তব প্রেমসুধায়।
জীবনের জীবন তুমি প্রাণের প্রাণ
বুঝিনা তুমিই যে সব সত্তার আধান।
সৃষ্টি ধ্বংসের চক্রাবর্তন মহাবিশ্বে
তোমারি খেলা অদৃশ্য ইশারার।
চরাচর সূর্য চন্দ্র গ্রহ তারা
আকাশ বাতাস আত্মহারা—
তোমার সৃষ্টি সুখের নন্দনায়।
মহাবিশ্বে যা কিছু সবই প্রেমরসে
তোমার চরণ পাতে নিত্য ধায়।
31/05/23

মন্তব্য করতে ক্লিক করুন