Amarendra sen

কবিতা - তুমি সৃষ্টির প্রাণ

Amarendra sen

সবারই সত্তা তুমি ভগবান
তুমি সকল প্রাণেরও প্রাণ।
এই জীব জগৎ বিশ্ব চরাচরে
তোমার প্রকাশ রেখেছে ধরে
অস্তিত্বের সাথে বিনয়ন করে
তোমার অসীম শক্তি মহাপ্রাণ।
তুমিইতো আছো সবার মাঝে
তবু ধরা দাওনা কাহারো কাছে
অতি সুক্ষ হয়ে অধরা রয়ে
আছো হয়ে সকলের প্রাণ।
ধারা দাও তাদেরই কাছে
যাদের সেই বিশ্বাস আছে-
সৃষ্টির প্রাণ সত্তা তোমারি দান,
ভক্ত হয়ে সপে দেয় মন প্রাণ।

৪৮
মন্তব্য করতে ক্লিক করুন