শনিবার,

স্টেশন

Author Avatar ভাস্কর চক্রবর্তী

তোমার রোগা মুখের ওপর, সন্ধেবেলা, ফুটে উঠলো এক দীর্ঘ রেখা—
তুমি বন্ধুর থেকে চেয়ে আনলে বই, ফিরিয়ে দিলে আবার
তুমি একদৃষ্টে, চেয়ে রইলে খোঁড়া মেয়েটার দিকে—খোঁড়া মেয়েটা
উপহার দিলো তোমাকে এক অবিস্মরণীয় হাসি,
একটা মালা, দুলে উঠলো অনেকদুরে—
ঝরঝরে বাস, নামিয়ে দিলো তোমাকে এক ফাঁকা রাস্তার ওপর

যে ডাকছে পিছন থেকে—তোমাকে ডাকছে না—চলো, টিকিট কেনো

এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৩৪ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন