বোরহানুল ইসলাম লিটন

কবিতা - বুদ্ধি আমার কম!

বোরহানুল ইসলাম লিটন
মঙ্গলবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৪ ছড়া

জিজ্ঞাসিলো সাঁই –
কেমন কি ধন ভেল্কিবাজি
বলতো ভেবে তাই?

বলনু মেজে দেল –
’কৃষক শ্রমীর ঘর্ম ফসল
এরাই টানে করের ধকল
জন্মাতে রোজ টাকা,
সেই টাকাতেই গড়ে বাড়ি
গাইলো ওরা ভেঙে হাড়ি
ভদ্র লোকের ঢাকা’
মেনেই নিলাম ফেল –
ভুল কি হবে বললে একেই
ভানুমতির খেল!

যম দেখেছিস যম?
ক্ষমা করো সব লোকে কয়
বুদ্ধি আমার কম।
খুঁজবো না ফের সঠিক জবাব
কক্ষনো একদম!

পরে পড়বো
২৯৫
মন্তব্য করতে ক্লিক করুন