বোরহানুল ইসলাম লিটন

কবিতা - ফরিয়াদী হলে মন ও কন্যার মায়া

লেখক: বোরহানুল ইসলাম লিটন

(১) ফরিয়াদী হলে মন

বিশ্বাস রেখো চলতে সু-পথে
ফরিয়াদী হলে মন,
পুত্রের বুকে খুঁজে ফিরে পিতা
স্বর্গের বাতায়ন!

(২) কন্যার মায়া

মাতা ও পিতার ভুখা পিঞ্জরে
সখ্য গড়লে র‌্যালী,
ফেস্টুনে লেখে কন্যার মায়া
সবচে’ শক্তিশালী!

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৭২ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন