খুঁজে ফিরি আপনারে
বোরহানুল ইসলাম লিটন
আহত স্বপন যতো ভোরে ও দ্বিপ্রহরে
শালিকের পাখে এঁকে,
ব্যথিত ব্যাকুল কথা বলাকারে বলি
গোধূলিতে ডেকে ডেকে।
দেখেও কি বুঝে সাঁঝ বেদনা অতল
ভেবে অকূলের তরী!
জোরালো ঝিঁঝির ডাকে গড়ে এ’ পাঁজরে
ঘুটঘুটে বিভাবরী।
বিবশ মননে শেষে ঘুমিয়েই পড়ি
খেদে নিশুতির দ্বারে,
এমনি করেই রোজ পরমায়ু ক্ষয়ে
খুঁজে ফিরি আপনারে।
শালিকের পাখে এঁকে,
ব্যথিত ব্যাকুল কথা বলাকারে বলি
গোধূলিতে ডেকে ডেকে।
দেখেও কি বুঝে সাঁঝ বেদনা অতল
ভেবে অকূলের তরী!
জোরালো ঝিঁঝির ডাকে গড়ে এ’ পাঁজরে
ঘুটঘুটে বিভাবরী।
বিবশ মননে শেষে ঘুমিয়েই পড়ি
খেদে নিশুতির দ্বারে,
এমনি করেই রোজ পরমায়ু ক্ষয়ে
খুঁজে ফিরি আপনারে।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১২৩ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন