মানছি তুমি খুব খাসা লোক
আচরণে খাঁটি,
বলবো তবু সু-কাজ দিয়েই
জীবন পরিপাটি।
বোধ সঁপে খুব নিরজনে
ভাবলে পাবে তবে,
পর হিতে যে আয়ুর ধারা
থাকেই টিকে ভবে।
নিত্য করো হোক ছোট কাজ
সাধ্য মতো ভালো,
নয় এ মিছা আঁধার গোরে
ওরাই জ্বালে আলো।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন