বোরহানুল ইসলাম লিটন

কবিতা - রমণী

লেখক: বোরহানুল ইসলাম লিটন

পাহাড় হয়নি দেখা, চেয়েছি কি ছুটি!
কতোটা অটল ওরা? থাক সে বেদনা!
মায়ার বন্ধন সে তো সোহাগার সোনা,
দ্যাখোনি কুঁড়ের তলে সর্বসহা খুঁটি!

ঊর্মিরা সিন্ধুর বুকে করে ছটফট –
কতো যে শিল্পীর মন এঁকেছে সে ছবি,
বলেছে কি কেউ তব – জিজ্ঞাসিলো রবি
’উতলা হতো কি ওরা! বল তো কে তট?’

রাত্রির চুম্বনে পায় অহ্ন ফিরে স্মৃতি –
নরে, হে রমণী! তুমি স্বরূপে অমন,
নিশ্চয় শিশির বলে সয়েই পতন
’সৃষ্টির আধার বিনে জেনো নয় ক্ষিতি!’

১৩৮
মন্তব্য করতে ক্লিক করুন