দর্পণ কবীর

কবিতা - আমি যে কী

দর্পণ কবীর

আমি যে কী, তা আমিই শুধু জানি!
অনেক প্রেমে অনেকখানি নেমে
সহজপাঠে জানতে পারোনি।
অনেক ফুলে ঢাকা ছিল পথ
সে পথ দিয়ে যাওনি তুমি
পাওনি খুঁজে আমার মনোরথ,
দুঃখের শিলায় চেপে থাকা গোপন অনুতাপ
আহা স্বপ্ন বুঝি হল অভিশাপ!

ভুলের কাঁটা খোঁপায় গুঁজে
অন্ধকারে আলো খুঁজে— হলে সে-কী হন্যে!
আমার ভেতর আমি কাঁদি
সব হারানোর জন্যে।

২৩১
মন্তব্য করতে ক্লিক করুন