কাচের মশাল ভাঙ্গুক, উস্কে উঠুক আগুন!
তবু বলবো না, ‘তুমি আসো না কেন’?
অপেক্ষার পেয়ালায় আর জমবো না।
চোখের জলরঙ জানালা গলে নেমে যায়
পথে, আঁকে নৈঃশব্দের গুমোট মৌনতা। পথ
পড়ে থাকুক বিমর্ষ বিলাপে, জনারণ্য থেকে
ফাগুনের গুঞ্জন এনে তোমার জন্য তুলে রাখবো না।
আঙিনা জুড়ে ভেঙে পড়ে পাথুরে সময়, রাতের
কার্নিসে লেগে থাকে গলিত স্বপ্নের লাভা।
কথার কুঁড়ি অন্তপুরে কেবল ঝরে
সঙ্গোপনে। আকাশের পরে হাজারো আকাশ
ভাঙ্গুক। বুক চিতিয়ে আকাশ ধরে রাখবো না।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন