দর্পণ কবীর

কবিতা - অপার্থিব সমর্পণ

লেখক: দর্পণ কবীর

না, ফুল নয়, তোমার কাছে তুলে দিলাম
আমার যাবতীয় ভুল
চোখের কার্নিসে জমে থাকা
জলের মুক্তোয় লেগেছে বোশেখের কাঁদা রোদ
মানবিক বোধ পেখম ছড়িয়েছে সৃষ্টির উল্লাসে
তোমার আঁচলার্ণবে তলিয়ে গেল হতাশা, গ্লানি, দুঃখভার…।

আমি ঘুমভাঙা চোখে দেখছিলাম একপশলা আলো
খুলছে বন্ধ দরোজা, পাখির কূজনে ভাঙছে অরণ্য নির্বাসন
ছিঁড়ে যাচ্ছে দুঃসময়ের শেকল
জরাজীর্ণতা আর ব্যর্থতার পাঁচালী উড়ে যাচ্ছে
তোমার হাসির দমকায়,
নিবিষ্ট মনে আঁকছ আমার বর্তমান, নিরপেক্ষ রঙে
তোমার হাত ধরেই মাথা উঁচু করে দাঁড়িয়ে ওঠা
জীবন নিংড়ে তুলে আনা সত্য ও সুন্দর।

আজ কোনো ফুল নয়, তোমার কাছে
হল ভুলের অপার্থিব সমর্পণ
তুমি ছুঁয়ে দিলেই সব ভুল ফুল হয়ে ফুটবে।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৮১ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন