দর্পণ কবীর

কবিতা - অপেক্ষার উপাখ্যান

দর্পণ কবীর

অবরুদ্ধ আঁধার ভেঙে দাঁড়িয়েছিলাম
হিরণ¥য় আলোয়, পরিণামহীন…
টুক্্রো কাচের মতো কিছু আশা ঝলমলিয়ে ছিল
আলোর মুখোমুখি;
সারি সারি পাখি ডানা ঝাঁপটিয়ে উড়ে গেল
দিগন্তের ধ্রুপদী বাঁকে
পথ ও পথিকের
কুহূতানে মাতোয়ারা মৌসুমী হাওয়ায়।

খোলাচোখ ব্যাকুল মুখের মিছিলে
হৃৎতন্দ্রীতে জমে অপেক্ষার বিষ
ভাবি,
আলোর অবগাহনে এলো বুঝি প্রিয়মুখ
সব ধাঁধিয়ে, আমাকে কাঁপিয়ে বলবে
শুরু হোক, প্রেম ও প্রণয়ের পাঠ!

মুখ ও মুখোশের স্রোতে দাঁড়িয়ে থাকি
অনড়, কালের বিদ্রƒপে আঁধার ঘিরে আসে ফের
মাথার উপর নেমে আসে আকাশ
অথচ তুমি আসো না!

২৭০
মন্তব্য করতে ক্লিক করুন