সমর্পণ নয়, অথচ সমর্পণ!
স্পর্শ নয়, অথচ অস্থিত্ব কেঁপে ওঠা স্পর্শের
আলিঙ্গন! স্বপ্ন নয়, অথচ গভীর স্বপ্নাবিষ্টতায় মুহুর্তগুলো
রঙিন! ভেঙ্গে যাবার কথা নয়, অথচ নিজের ভেতরে নিজে ভেঙ্গে চূড়!
ভালোবাসা নয়, অথচ অপ্রার্থিব ভালোবাসার মদিরতা!
কবিতার মত কথামালা, ফুল ফুটানোর মত তোমার
প্রশ্ন আর জীবন বোধের নান্দনিক
বিশ্লেষণে আমার জবাব। তুমি এক জীবনের প্রতিমা, আমি
স্বপ্নালোকের পরিণাম। তুমি হাসির খুনসুটিতে কুয়াশা
জড়ানো বিকেলের রংধনু
হয়ে যাও, আমি ধ্যানস্থ তন্ময়তার খুঁজি তোমার অপ্রকাশিত
কথা, হৃদয়ের উত্তাপ। প্রশ্রয় খুঁজে যেই আমি হতে চাই
রোমান্টিক কবি, তুমি
খরতাপে এক পশলা বৃষ্টির স্বস্থি ছড়িয়ে হঠাৎ উধাও!
এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১০৮ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন