দর্পণ কবীর

কবিতা - শিরোনামহীন ২

লেখক: দর্পণ কবীর

কোনো পারিজাত স্বপ্নদৃশ্যের জন্যে নয়
বসে আছি
হয়তো একদিন এক টুক্্রো দমকা হাওয়া
উড়িয়ে নেবে স্বপ্নভাঙা বেদনার ওপর
জমে থাকা প্রবঞ্চনার ধুলো
সময়ের স্রোতে ভেসে যায় জীবনের ভেলা;
দুর্বোধ্য জটে, বিশৃঙ্খল পঙ্ক্তিতে, ব্যাকরণহীন
কবিতার মতো পড়ে থাকি
ভাবি,
তোমার দীর্ঘশ্বাস হবে আমার শিরোনাম।

পাহাড়ের কান্না থেকে নদী পায় যৌবন
রৌদ্রজলের মুদ্রণে আঁকা হয় রংধনু—
আমি পাই না কিছু, আমার হয় না কিছু
মুঠোভরা আঁধার বুকের ক্যানভাসে মাখি
আকাশের শবদেহ দেখে
ভিজে যায় দু’চোখের শুভ্রতাপ!

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৪৮ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন