কবি ইমদাদ শাহ্

কবিতা - ৩১ শে ডিসেম্বর ২০২৪

লেখক: কবি ইমদাদ শাহ্

অনেক রক্ত অশ্রু অনল দ্রোহ লাশের গন্ধ পেরিয়ে
রক্তে ভেজা স্মৃতির পাতার মিছিলে
আমাদের মুভমেন্ট যেন আমরা একেক জন কমোরেড
মরনাস্ত্রের হুঙ্কার যেখানে শুধুই পরাভূত
আর শহর নগর সভ্যতার পটভূমি পেরিয়ে
এসেই পড়লাম আমরা নিকটবর্তী বছরে শেষ প্রান্তে
অনেক মুহূর্ত আর অত্যাচারের চিহ্ন চাদরে ঢেকে
স্বজন হারানোর বেদনা কাতর
৩১ ডিসেম্বর ২০২৪-নাউ অর নেভার
যেখানে দুঃস্বপ্ন থেকে দুর্দান্ত স্বপ্নেরা জন্ম নিবে
জেগে উঠবে ঘুমন্ত বাঘ
বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে
জুলাই গন-অভ্যুত্থানের আমাদের ২য় স্বাধীনতার ঘোষণাপত্রে
লিব্রিয়াম ৩৬ জুলাই
বাঙালির মুক্তির প্রকৃত ম্যাগনাকার্টার নামফলকে
ইতিহাসে অমলিন একটি দিনে
যেখানে সভ্যতার সমস্ত কালিমা এসে বিদ্ধ করছে
বাংলাদেশের বুকে
যারা বাংলা মায়ের সবুজ শাড়ির আঁচলে রক্ত দিয়েছে ঢেলে
তাদের যেন আর কভু মুক্তি না মেলে
দুঃসহ স্বৈর রেজিম সমুদ্রের সম্মুখে
২০২৪ এর সমিপনী দিনে আমাদের এক বিপ্লবী প্রতিজ্ঞা
বিপ্লবী সূর্য উঠবে শহীদ মিনার ঘিরে
শয়তানের বিশাল ছায়া ঘেরা দেশ থেকে
মুছে যাবে সব বৈষম্যের স্তুপ জাড়িত গরল
আমরা দাঁড়িয়ে আছি এখানে
ইতিহাসের শেষ সীমানায়
আশঙ্কার ছায়ানীবিড় রক্তিম বেদনায়
এক রক্তিম সূর্য অস্ত যাবে
অমৃত সম্ভাবনার দ্বার খুলে
আমাদের হাসি কান্না দুঃখ আর অশ্রুর সম্মিলন
জীবন থেকে হারিয়ে যাবে স্মৃতির ধূসর মরিচীকা
নতুন আশার আলো নিয়ে আসবে নতুন দিন
কোন নতুন দিনের নতুন সম্ভাবনাময় বাংলাদেশের খুঁজে
অনেক মুগ্ধ আবু সাঈদের রক্তে ভেজা পবিত্র মাটিতে
নোঙড় ফেলেছি আমরা
চেতনার সমস্ত শক্তিকে একত্র করে
এগিয়ে যাব আমরা নতুন উদ্যমে
প্রজ্বলিত সেই স্বাধীনতার সূর্য শিখরকে
বুকের ভেতর ধারন করে
মার্চ ফর ইউনিটি
লং মার্চ টু স্বৈরাচার
লং মার্চ টু বৈষম্যবিহীন বাংলাদেশ
আমাদের রক্তিম অঙ্গীকার

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ২৫৯ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন