চুপচাপ এসে গেল বিদায়ের বেলা,
নীরবে ফুরালো যেন হাসির খেলা।
আলো নিভে যায় ধীরে, কথা হয় ক্ষীণ,
আকাশে জমছে মেঘ, মন বড়ো দীন।
যা কিছু ছিল বলার, ঠোঁটে থেমে রয়,
চোখের পাতায় শুধু জমাট সংশয়।
হাত বাড়ালেও তা আর স্পর্শ নাহি পায়,
এ কেমন বিদায়, শুধু দূরে চলে যায়।
কষ্টেরা চাপা থাক, থাক অভিমান,
শেষ হাসিটুকু হোক শেষ উপহারের দান।
কোনো শব্দ নয় আজ, থাক শুধু স্মৃতি,
এইভাবেই হোক তবে নীরব সমাপ্তি।
৪৯

মন্তব্য করতে ক্লিক করুন