গান- করোনা শেষ হবে কত দিনে
জয়দেব বেরা
গান-করোনা শেষ হবে কত দিনে..
গীতিকার-জয়দেব বেরা
করোনা শেষ হবে কত দিনে...
তা তো ঈশ্বরই জানে, তা তো ঈশ্বরই জানে
করোনা শেষ হবে কত দিনে...
তা তো ঈশ্বরই জানে, তা তো ঈশ্বরই জানে
লকডাউনে গৃহবন্দিই মানুষ
বাইরে গেলে, হাত না ধুলে
আসবে জীবাণু
তাইতো বলি মুখে দে মাস্ক
রোধ করে এই সর্বনাশ
করোনা শেষ হবে কত দিনে...
তা তো ঈশ্বরই জানে, তা তো ঈশ্বরই জানে
সবার কথা মাথায় রেখে
বাঁচা রে তোর ; পরিবারকে
তুই যদি না মানিস
রোগে ভুগবে মানুষজনই
করোনা শেষ হবে কত দিনে...
তা তো ঈশ্বরই জানে, তা তো ঈশ্বরই জানে
পৃথিবী আজ ভাইরাস রোগে...
তাই সচেতন না হলে
মরবে সকলে
তাইতো বলি মুখে দে মাস্ক
রোধ কর এই সর্বনাশ
করোনা শেষ হবে কতদিনে...
তা তো ঈশ্বরই জানে, তা তো ঈশ্বরই জানে
করোনা শেষ হবে কতদিনে...
তা তো ঈশ্বরই জানে, তা তো ঈশ্বরই জানে
গীতিকার-জয়দেব বেরা
করোনা শেষ হবে কত দিনে...
তা তো ঈশ্বরই জানে, তা তো ঈশ্বরই জানে
করোনা শেষ হবে কত দিনে...
তা তো ঈশ্বরই জানে, তা তো ঈশ্বরই জানে
লকডাউনে গৃহবন্দিই মানুষ
বাইরে গেলে, হাত না ধুলে
আসবে জীবাণু
তাইতো বলি মুখে দে মাস্ক
রোধ করে এই সর্বনাশ
করোনা শেষ হবে কত দিনে...
তা তো ঈশ্বরই জানে, তা তো ঈশ্বরই জানে
সবার কথা মাথায় রেখে
বাঁচা রে তোর ; পরিবারকে
তুই যদি না মানিস
রোগে ভুগবে মানুষজনই
করোনা শেষ হবে কত দিনে...
তা তো ঈশ্বরই জানে, তা তো ঈশ্বরই জানে
পৃথিবী আজ ভাইরাস রোগে...
তাই সচেতন না হলে
মরবে সকলে
তাইতো বলি মুখে দে মাস্ক
রোধ কর এই সর্বনাশ
করোনা শেষ হবে কতদিনে...
তা তো ঈশ্বরই জানে, তা তো ঈশ্বরই জানে
করোনা শেষ হবে কতদিনে...
তা তো ঈশ্বরই জানে, তা তো ঈশ্বরই জানে
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৯৮ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন