নিঝুম রাতের স্মৃতি
জয়দেব বেরা
নিঝুম রাতে নদীর তীরে বসে-
একমুঠো জোনাকির আলো নিয়ে,
আকাশের উজ্জ্বল ধ্রুবতারার মতো
তোমাকে রাঙিয়ে দিতে চাই।
নদীর তরঙ্গ গুলো
ভালোবাসার সুর বয়ে এনে-
তোমার পায়ের নূপুরটিকে বাজিয়ে
আবার ফিরে যায় প্রকৃতির বুকে।
প্রেমের শব্দ গুলোকে নিয়ে দুজনে
ভেসে যাই কবিতার ভেলায়।
নিশীথের স্নিগ্ধ বাতাসে,
যখন তোমার চুল গুলো এলোমেলো হয়ে যায়-
তখন আমি তোমার মধ্যে খুঁজে পাই
কবির সেই বনলতা সেন কে!
তোমার শরীরের প্রেমের উষ্ণতা
আমার হৃদয়ে এঁকে দেয়
এক উজ্জ্বল রামধনুর চিত্র।
সেই নিঝুম রাতের স্মৃতি
আজও আমায় গভীর রাতে
নিয়ে যায় নদীর তীরে,
ভালোবাসার গল্প শোনাতে!
একমুঠো জোনাকির আলো নিয়ে,
আকাশের উজ্জ্বল ধ্রুবতারার মতো
তোমাকে রাঙিয়ে দিতে চাই।
নদীর তরঙ্গ গুলো
ভালোবাসার সুর বয়ে এনে-
তোমার পায়ের নূপুরটিকে বাজিয়ে
আবার ফিরে যায় প্রকৃতির বুকে।
প্রেমের শব্দ গুলোকে নিয়ে দুজনে
ভেসে যাই কবিতার ভেলায়।
নিশীথের স্নিগ্ধ বাতাসে,
যখন তোমার চুল গুলো এলোমেলো হয়ে যায়-
তখন আমি তোমার মধ্যে খুঁজে পাই
কবির সেই বনলতা সেন কে!
তোমার শরীরের প্রেমের উষ্ণতা
আমার হৃদয়ে এঁকে দেয়
এক উজ্জ্বল রামধনুর চিত্র।
সেই নিঝুম রাতের স্মৃতি
আজও আমায় গভীর রাতে
নিয়ে যায় নদীর তীরে,
ভালোবাসার গল্প শোনাতে!
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৭৯৭ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন