প্রেম বলে দোষ দাও? এই দোষ পেয়েছি আগেও!
জল থেকে, হাওয়া থেকে, পাশের নি:শ্বাস থেকে আসে-
জ্বর থাকে কয়েকদিন, কয়েকমাস, কয়েক যুগেও
সারে না অনেকক্ষেত্রে। সারেও বা। লিখতে লিখতে যেমন কবি
একটি বিশ্বাস ভেঙে চলে যায় অপর বিশ্বাসে ……
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন