আচমকা
জয় গোস্বামী
আচমকা দ্বিতীয় থেকে
একজন তৃতীয় হয়ে গেল
এতদিন সে-ই ছিল প্রেমিক।
নতুনের আগমন হল অকস্মাৎ
(আমরা জানি না ঠিক-বেঠিক)
যে লোক দ্বিতীয় থেকে তৃতীয়তে নেমেছে এখন
সে ঘুরে বেড়ায় রাস্তাঘাটে
জ্ঞানশূন্য সে ভুলে বেড়ায়
দিগ্বিদিক
একজন তৃতীয় হয়ে গেল
এতদিন সে-ই ছিল প্রেমিক।
নতুনের আগমন হল অকস্মাৎ
(আমরা জানি না ঠিক-বেঠিক)
যে লোক দ্বিতীয় থেকে তৃতীয়তে নেমেছে এখন
সে ঘুরে বেড়ায় রাস্তাঘাটে
জ্ঞানশূন্য সে ভুলে বেড়ায়
দিগ্বিদিক
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১০২ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন