আমি কি তোমার কাছে সংসার চেয়েছি?
বলেছি কি, বাড়ির লোকদের ছেড়ে এসে
কেবল আমার সঙ্গে থাকো?
সেই কথা কখনো বলিনি।
বলেছি যে, কাছে এসো। বলেছি, আমাকে নাও। হ্যাঁ আমাকে নিয়ে
বলেছি, বলেছি
আষ্টেপৃষ্ঠে জড়িয়ে তোমার
শরীরে, লেখার মধ্যে, রাখো!
আমি কি তোমার কাছে সংসার চেয়েছি?
বলেছি কি, বাড়ির লোকদের ছেড়ে এসে
কেবল আমার সঙ্গে থাকো?
সেই কথা কখনো বলিনি।
বলেছি যে, কাছে এসো। বলেছি, আমাকে নাও। হ্যাঁ আমাকে নিয়ে
বলেছি, বলেছি
আষ্টেপৃষ্ঠে জড়িয়ে তোমার
শরীরে, লেখার মধ্যে, রাখো!
মন্তব্য করতে ক্লিক করুন