তোমাকে জলের মতো
জয় গোস্বামী
আমি অযোগ্য তোমার
সম্পূর্ণই অযোগ্য তোমার
পৃথিবীতে কোনও কাজে কারও যোগ্য নই
তোমার সন্দেহ হত নিশ্চয়ই,তা সত্ত্বেও সৌজন্যবশেই
বলোনি আমাকে কোনওদিন
আজকে একজন এসে সপ্তাহে দু'দিন তিনদিন
তোমাকে জলের মতো বুঝিয়ে দিতে পারলেন সব
তাই তুমি ছেড়ে গেলে,যাও--জানলে না
এখনও তোমার জন্য কেঁপে কেঁপে ওঠে
আমার জীবন্ত এই শব।
সম্পূর্ণই অযোগ্য তোমার
পৃথিবীতে কোনও কাজে কারও যোগ্য নই
তোমার সন্দেহ হত নিশ্চয়ই,তা সত্ত্বেও সৌজন্যবশেই
বলোনি আমাকে কোনওদিন
আজকে একজন এসে সপ্তাহে দু'দিন তিনদিন
তোমাকে জলের মতো বুঝিয়ে দিতে পারলেন সব
তাই তুমি ছেড়ে গেলে,যাও--জানলে না
এখনও তোমার জন্য কেঁপে কেঁপে ওঠে
আমার জীবন্ত এই শব।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১২৪ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন