কবিতা - পায়ের শব্দ জয় গোস্বামী প্রেমের কবিতা সে আসছে — আমি জানি সে হেঁটে আসছে ধীরে পায়ে পায়ে আলোর গায়ে পড়ছে ছায়া চুড়ির শব্দে কেঁপে উঠছে দুপুর… সে কিছু বলে না তবু আমি শুনি — তার নীরবতায় আমার সমস্ত নাম ধ্বনিত হয়। ♥ ০ পরে পড়বো ৪৩১ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন