জ্ঞানত কি আঘাত করেছি?

আমার তরফ থেকে কোন দুঃখ পৌঁছেছে কখনও?

ক্ষমা করতে পারলে না?ছিঁড়ে ফেললে নাড়ি?

এত রক্ত এত রক্ত!দু’হাতে চেপেও
থামছে না যে!

তোমার প্রেমিককে বলে একবার পরামর্শ নাও
কী করে এ-রক্তপাত বন্ধ করতে পারি।

পরে পড়বো
৩৩৭
মন্তব্য করতে ক্লিক করুন