কবিতা - স্তুপের তলায় রাখো ঘাসলতাপাতা জয় গোস্বামী অনুকাব্য স্তুপের তলায় রাখো ঘাসলতাপাতা এনেছি বলির পশু, ছাগ সে ভুলে গিয়েছে তার গত শিরচ্ছেদ অথচ গলায় তার এখনো মালার মতো দাগ । ♥ ০ পরে পড়বো ২৯২ রিপোর্ট করুন শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন