মা
আর কয়েকটা দিন অপেক্ষা করো
আমাকে নিয়ে একদম চিন্তা করো না
আমি যেখানে আছি খুব ভালো আছি
আমি এখানে একা নই আমার সংগে আছেন
সাঈদ ভাই মানে সেই শাশ্বত সুর্যসন্তান আবু সাঈদ
যিনি পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে
শহিদ হয়েছিলেন শুধু একটি পতাকা ভালোবাসে বোলে
আছে সেই কিশোর ছেলেটি যে নির্মাণাধীন দালানের
কার্নিশ ধরে ঝুলে ছিলো আর কয়েকজন পুলিশ
তাকে হত্যা করে মেরে ফেলেছিলো
আছে সেই ভাই যার মা তাকে বলতেন জুতো না হারাতে
জীবনের শেষ জুতোটি সে সত্যিই হারায়নি আর
তবে নিজেই সে হারিয়ে গিয়েছিলো
হারাবার দিনে একদিন
আমি যাদের উদ্দেশে বলেছিলাম পানি লাগবে পানি
তারা সবাই এখনো রাজপথে
ভয় কি বলো মা
আমরা তো মরেছি চিরদিন বেঁচে থাকবো বোলে
মৃত্যুকে অমরত্ব দেবো বোলে
দেখছো মা,দু’হাজার চব্বিশ জুড়ে আজ
রক্তে সোনালি আগুন মিছিলে রক্তের দাগ
পেছনে পুলিশ সামনে স্বাধীনতা
পিছু ফিরে দেখবার সময় শেষ হয়ে গেছে
মাগো, তোমার বুকে আজ হায়েনার বিভৎস কামড়
গৃহপালিত কুকুর আর পোষ্যজান্তারা
তোমাকে বানিয়ে রেখেছে শুধু এক অনন্ত ক্ষত
এ বুকে আমার স্বপ্ন ভাসে, মাগো
সারারাত কেবলি স্বপ্ন ভাসে
শকুনের অগোচরে অচিরেই ভোর হয়ে যাবে
আর কয়েকটা দিন
তারপর মানুষের দেশ থেকে শকুন পালিয়ে যাবে
বারুদগন্ধ থেকে জন্ম নেবে নতুন এক বাংলার মুখ

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৭৮ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন