একটা জীবন কাটিয়ে যাওয়া অনেক
বড়ো একটা কথা।
এর থেকে বড়ো কোনো সার্থকতা নেই।
এখন থেকে বলা যায় গল্পের শুরু—
দীর্ঘ একটা গল্প।
মাঝখানে অনেক ভয় আর নবজাতকের কান্না।
মাঝখানে অনেক অনেক ফাঁকা মাঠের নৈঃশব্দ্য।
মাঝখানে নগ্ন নারীদের
প্রতিবাদ মিছিল।
আরো অনেক কিছু আছে।
গল্পের শেষে নির্বাক তাকিয়ে থাকো শুধু…

মন্তব্য করতে ক্লিক করুন