২৬ মার্চ

কাজী জহির উদ্দিন তিতাস কাজী জহির উদ্দিন তিতাস

মায়ের কোলে বসে খুকি
বললো মাগো মা।
আজকের দিনের ইতিহাসটা
আমায় বল না।
মা বলে কি বলব আর
আজকের ইতিহাস?
মনে হলে সেই ঘটনা
অশ্রু হয় হ্রাস।
আজকের দিনে ঘটেছিল
নৃশংস এক ঘটনা।
বুক কেঁপে হয় রক্ত শীতল
করিতে সেই বর্ণনা।
বঙ্গবন্ধু ৭ মার্চ দিলেন
জ্বালাময়ী ভাষণ।
অন্তরে তা গেঁথে রাখলেন
বাংলাদেশের জনগণ।
স্বাধীনতার দাবীতে তাই
সারা বাংলা উত্তাল।
সংগঠিত হতে শুরু করল
বাংলার সব দামাল।
বেগতিক অবস্থা দেখেছিলেন
পাক হায়েনার দল।
বুঝতে পেরে গিয়েছিল
বীর বাঙালীর বল।
হায়েনার দল আজকের দিনে
সমগ্র বাংলায়।
দমন করতে বাঙালীদের
গণহত্যা চালায়।
ঘুমন্ত বাঙালীর উপর চালায়
অতর্কিত হামলা।
বঙ্গবন্ধুকে গ্রেফতার করে নেয়
ছাড়া কোন মামলা।
আর পারছিনা বলতো মাগো
আজকের ইতিহাস।
মনে হলে সেই ইতিহাস
অশ্রু হয় হ্রাস।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৪৭ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন